সায়েন্স এর ছাত্রদের উচ্চ স্বপ্ন পূরণের বহু বিকল্প পন্থা রয়েছে, যেমন— মেডিকেল সায়েন্স, বিভিন্ন প্রকার ইঞ্জিনিয়ারিং (সিএসই, ইইই, সিভিল, মেকানিক্যাল, রোবটিক্স, মেরিন, এভিয়েশন, জেনেটিক্স.......), স্থাপত্যবিদ্যা, ফার্মেসি, কৃষি, ডিভিএম, ফলিত পদার্থ, ফলিত রসায়ন ইত্যাদি; কিন্তু মানবিক এর ছাত্রদের উচ্চ স্বপ্ন এইটাই— ঢাবি "খ" তে চাঞ্চ পাওয়া কিংবা টপ রেটেড সাবজেক্ট নিয়ে টপ ফোর পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোনো একটিতে পড়া।
আর সেজন্যই আমরা মানবিক এর শিক্ষার্থীদের জন্য নিয়েছি স্পেশাল প্রকল্প "ঢাবি 'খ' ইউনিট ভর্তি প্রস্তুতি প্রকল্প" এবং সেই পদক্ষেপেরই অংশ হিসেবে এই লেখাটি লেখা হয়েছে।
এই আর্টিকেলটি পড়তে এখানে—ক্লিক—করো।
DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639
No comments:
Post a Comment